ভালো রেজাল্টের সিক্রেট কি ? লিখছেন শিক্ষক শ্রী দয়াল হালদার

শুধু মাধ্যমিকই নয় , জীবনের যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্টের সিক্রেট আজ তোমাদের জানাবো । তোমরা কি আলিবাবা ডট কম ওয়েবসাইটের নাম শুনেছ ? চীনের সবথেকে বড় অনলাইন সেলিং কোম্পানী । পৃথিবীতেও এটি প্রথম ৫-এর একটি । এই কোম্পানীর মালিকের নাম জ্যাক মা । জ্যাক মা-এর জীবন থেকে আমরা শিখতে পারবো সফলতার সিক্রেট । এসো জেনে নি তার সম্বন্ধে , তারই দেওয়া এক বক্তৃতা থেকে -

জ্যাক মা

"- প্রাইমারিতে দুইবার ফেল, মাধ্যমিকে তিনবার ফেল, কলেজে ভর্তির পরীক্ষায় তিনবার ফেল, চাকরির জন্য পরীক্ষা দিয়ে ৩০ বার ব্যর্থ হয়েছি আমি। চীনে যখন KFC আসে তখন ২৪ জন চাকরির জন্য আবেদন করে৷ এর মধ্যে২৩ জনের চাকরি হয়৷ শুধুমাত্র একজন বাদ পড়ে, আর সেই ব্যক্তিটি আমি৷

এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচ জন আবেদন করেছে তন্মধ্যে চার জনের চাকরি হয়েছে বাদ পড়েছি শুধুই আমি৷

প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানই দেখেছি আমি৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০বার আবেদন করে ১০বারই প্রত্যাখ্যাত হয়েছি৷''

জানো কি , এই জ্যাক মা এখন পৃথিবীর ৩৩ তম ধনী ব্যক্তি [ ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী ] ।

লক্ষ করলে দেখবে তাঁর খুব বেশি তথাকথিত ট্যালেন্ট ছিলেন না। ট্যালেন্ট হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দশবার ফেল করতেন না।

তাহলে তার এই চরম সফলতার মন্ত্র কী ?

দেখো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমি কিংবা তুমি পরীক্ষা দিলেও হয়ত টিকব না। তিনিও টেকেন নি। কিন্তু প্রত্যাখ্যান হবার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দশবার পরীক্ষা দেবার ধৈর্য আমাদের নেই। তার এবং আমাদের মাঝে পার্থক্যটা এখানেই সবথেকে বড় ।

তিনি লেগে ছিলেন। হাল ছাড়েন নি। আমরা একটুতে না হলেই হাল ছেড়ে কেটে পড়ি।

সবাই মেধা নিয়ে জন্মায় না। আলাদীনের চিরাগ নিয়ে ফু দিলেই সবার সামনে একটা দৈত্য এসে হু হা হা হা হা করে ওঠে না। লাইফে স্ট্রাগল করতে গিয়ে সবাইকেই অবহেলিত হতে হয়। তবে সবাই অপমান গুলোকে ' জেদ' এ পরিণত করতে পারে না অনেকেই । অসফলতাকে সফলতায় পরিণত করার মন্ত্রই হল - লেগে থাকা ।

ধাক্কা খেয়ে , বাড়ি এসে দরজা জানলা বন্ধ করে হা হুতাশ করাটা অনেক সহজ। কিন্ত ধাক্কাটাকে দাঁত দাঁত চেপে জেদ বানানোটাই কঠিন...

দুঃখ, কষ্ট, অবহেলা- অপমান এইসব জিনিস একদল মানুষকে দুর্বল করে দেয়। জীবনের আশা আকাঙ্খা শেষ করে দেয়। বাঁচতে ইচ্ছে করে না। সব কিছু নিষ্ঠুর মনে হয়।

আরেকদল মানুষকে কঠিন করে তোলে... বাঁচার আগ্রহ বাড়িয়ে দেয়। ঘুরে দাঁড়ানোর অদম্য এক ইচ্ছে তাকে সুন্দর করে তোলে।

তুমি কোন দলে যোগ দেবে সেটা অন্যের হাতে ছেড়ে না দিয়ে নিজে সিদ্ধান্ত নাও । হারলে চলবে না । পথ কঠিন হবেই । সহজ পথে সবাই চলতে পারে , তাতে বহবা কিছুই নেই । যুগে যুগে লক্ষ লক্ষ মানুষ সহজ রাস্তায় হেঁটে জীবন কাটিয়ে দিয়েছে , তারা ইতিহাসের অতলে হারিয়ে গেছে । থেকে গেছে শুধু সেই মানুষ গুলোর নাম - যারা কঠিন পথে হেঁটেছে । তাই হার মেনো না বন্ধু , নিজের মনোবল নিজেই বাড়াও । বারাবার চেস্টা করো , লেগে থাকো । চেষ্টার কোনো বিকল্প নেই ।

কবি বলেছেন - " একবার না পারিলে - করো শতবার " । মনে রেখো - এটাই ভালো রেজাল্টের একমাত্র সিক্রেট ।


- শিক্ষক শ্রী দয়াল হালদার 
[ শিক্ষক - কাটোয়া প্রাথমিক বিদ্যালয় ] 

Comments

Popular posts from this blog

পড়া মনে রাখার ৩টি বিশেষ কৌশল - লিখেছেন শিক্ষক T.K.Dey

অঙ্কে ভয় পাও ? জেনে নাও কিছু টিপস - লিখছেন শিক্ষক T.K Dey